সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০১:১০ অপরাহ্ন


প্রযোজনায় বিয়ানীবাজারের ইফতেখার চৌধুরী : নায়িকা নবাগতা

প্রযোজনায় বিয়ানীবাজারের ইফতেখার চৌধুরী : নায়িকা নবাগতা


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

সময়ের অন্যতম সফল চলচ্চিত্র পরিচালক সিলেটের বিয়ানীবাজারের ছেলে ইফতেখার চৌধুরী এবার চলচ্চিত্র প্রযোজনার ঘোষণা দিলেন। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় বসে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, চলচ্চিত্রটির নাম ‘মুক্তি’। নির্মাণ করছেন নিজের প্রতিষ্ঠান সিনেবাজের ব্যানারে। আর ছবিটির প্রধান চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছেন নবাগতা রাজ রিপা।

‘খোঁজ–দ্য সার্চ’, ‘দেহরক্ষী’, ‘অগ্নি’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘অগ্নি-২’, ‘ওয়ানওয়ে’, ‘নীলিমা’, ‘বিজলী’র মতো সফল ছবির এই নির্মাতা প্রযোজক হিসেবেও সফল হবেন—এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

‘মুক্তি’র ঘোষণা অনুষ্ঠানে ইফতেখার চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা গুঞ্জন রহমান, সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন প্রমুখ। অনুষ্ঠানে ছবিটির একটি ডিজিটাল পোস্টার উন্মুক্ত করা হয়। যেখানে রাজ রিপার উপস্থিতি বেশ নজরকাড়া।

ইফতেখার চৌধুরী জানান, ‘মুক্তি’ ছবিটির মাধ্যমে নতুন মুখ রাজ রিপাকে বড় পর্দায় মুক্তি দিতে চাইছেন তিনি। রিপাকে এই ছবিতে দেখা যাবে নাম ভূমিকায়।

ইফতেখার বলেন, ‘মুক্তি চরিত্রটির জন্য রাজ রিপাকে আমার পারফেক্ট মনে হয়েছে। কারণ, কয়েকজনের মধ্য থেকে তাকে বাছাই করা হয়।’

ছবিটির কাহিনি সম্পর্কে পরিচালক জানান, নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য অসাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ হবে এই ছবি। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin