বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন


প্রার্থী চুড়ান্ত করতে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ৮ মে

প্রার্থী চুড়ান্ত করতে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ৮ মে


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

প্রার্থী চুড়ান্ত করতে গোলঅপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আগামী ৮ মে সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। বুধবার রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ।

তিনি বলেন ওইদিন সভায় উপজেলা পরিষদ উপ নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় প্রার্থী চুড়ান্ত করা হবে। প্রার্থী চুড়ান্ত হওয়ার পর আগামী ১৩ মে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে তালিকা পাঠানো কথা বলে দায়িত্বশীল সূত্রে জানা যায়।

উল্লেখ্য গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী মৃত্যুর পর চেয়ারম্যান পদে নির্বাচন হওয়ার জন্য ১৫ জুন নির্ধারণ করে নির্বাচন কমিশন। ইতিমধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের অন্তত ডজনখানেক প্রার্থীসহ ১৫জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে এবিষয়ে দলীয় ফোরামের কেউ কথা বলতে চাননি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin