শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:১৯ পূর্বাহ্ন


প্রয়াত লুৎফুর রহমানের স্মরণে সিলেট জেলা পরিষদের দোয়া মাহফিল

প্রয়াত লুৎফুর রহমানের স্মরণে সিলেট জেলা পরিষদের দোয়া মাহফিল


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, গণ পরিষদের সাবেক সদস্য, স্বাধীন বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী মরহুম এডভোকেট লুৎফুর রহমানের স্মরণে খতমে কোরআন, সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা পরিষদের উদ্যোগে ৭দিন ব্যাপী কর্মসূচীর শেষ দিন বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ খতমে কোরআন, সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কালেক্টরেট মসজিদের প্রেস ইমাম মো: শাহ আলম।

সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শামীম আহমদ, মো. জয়নাল আবেদীন, আমাতুজ জাহুরা রওশন জেবীন, সদস্য সুষমা সুলতানা রুহি, মো. মতিউর রহমান, সাজনা সুলতানা হক চৌধুরী, তামান্না আক্তার হেনা, মোহাম্মদ শাহানুর, মো. আব্দুল আউয়াল কয়েছ, মো. ইমাম উদ্দিন চৌধুরী, মো. শাহ পরান, লোকন মিয়া, মো. আশিক মিয়া, সহল আল রাজী চৌধুরী, স্যায়িদ আহমদ সুহেদ, মো. নজরুল হোসেন, মো. আলবাছ উদ্দিনসহ জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin