শুভ প্রতিদিন ডেস্ক:
সদ্য প্রয়াত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও আওয়ামী লীগের জাতীয় নেতা মোহাম্মদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে এক দুবাই প্রবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার আসামী করা হয়েছে রুমেল আহমদ রুমেল নামে দুবাই প্রবাসী এক যুবক। তার বিরুদ্ধে মামলা করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রাশিদা হক কনিকা। রামপুরা থানার মামলা নং ৫৫৪/১৭-০৬-২০।
ওই যুবকের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পশ্চিম দক্ষিনভাগের বড়থল গ্রামে। সে ওই গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে।
কটুক্তির অভিযোগ ওঠা রুমেল আহমদের বিরুদ্ধে এর আগে ২০১৮ সালে আইসিটি আইনে আরও মামলা হয়েছিল। সে সময় জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটুক্তির দায়ে বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছালেহ আহমদ জুয়েল বাদী হয়ে এই মামলা করেন। ৩ জনের নামে দায়ের করা মামলায় রুমেল ২ নম্বর আসামী। মামলাটি এখনও চলমান রয়েছে।