স্টাফ রিপোর্ট: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার ভোরে সূর্যের আলো ফুটেছিল সিলেটে। বেলা বাড়ার সাথে সাথে মেঘের আড়ালে লুকিয়ে যেতে থাকে সূর্য। তবে জুমার নামাজের সময় বেলা সোয়া ১টার দিকে আকষ্মিক বৃষ্টিপাত শুরু হয়। এরপর থেকে কখনও গুড়ি গুড়ি আবার কখনও মুষলধারায় বৃষ্টি হচ্ছে। সাথে হালকা দমকা হাওয়াও বইছে।
ঢাকার আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন জানিয়েছেন, আজ শনিবার বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি পড়তে থাকবে। কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি ও হালকা থেকে দমকা হাওয়া বইতে থাকবে। তবে, পশ্চিমাঞ্চলে বৃষ্টির মাত্রা থাকবে বেশি। মধ্যরাতের দিকে ‘ফণী’ উপকূলীয় এলাকা দিয়ে প্রবেশ করে বাংলাদেশে আঘাত হানতে পারে বলে ঘূর্ণিঝড়ের সতকবার্তায় জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত ছিল। বুধবার রাতেও নগরীতে বৃষ্টিপাত হয়েছে। একই সাথে ভ্যাপসা গরমও ছিল।
উল্লেখ্য, শেষ মুহূর্তে গতি বাড়িয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই ভারতের ওড়িশার উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘ফণী’। গতকাল শুক্রবার সকাল ৯টা নাগাদ ঘণ্টায় ১৮০ থেকে ২০০ কিমি গতিতে ওড়িশার গোপালপুর ও পুরীতে আছড়ে পড়ে ‘ফণী’। তা ধীরে ধীরে বাংলাদেশের উপকূলের কাছাকাছি আসছে। ফলে সমুদ্র তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। এর প্রভাবে আজ সারা দিনই বাংলাদেশে থেমে থেমে বৃষ্টি হবে।