ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার দিনপুর গ্রামে পুকুরে ডুবে ২ শিশুর করুন মৃত্যু হয়েছে। ভোর রাতে বাড়ির সবাই সেহরি খাওয়ার পর বাড়ির সবাই ঘুমিয়ে থাকার সুযোগে দিনপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে সাকিল (৬) ও একই বাড়ির সমির মোল্লার মেয়ে শাহারা (৭) পরিবারের অন্য সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে নেমে পড়লে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। এ সময় পাড়া প্রতিবেশিরা ওই ২শিশুকে ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোঃ বদরুজ্জামান জানান এব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।