শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত টানা এ ভোটগ্রহণ চলবে। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি প্রায় শুণ্যের কোঠায়।
সকালে ভোটগ্রহণ শুরু হলেও বেলা ১১টা পর্যন্ত ভোটার উপস্থিতি একেবারেই কম। দু-একজন করে ভোটার এসে ভোট দিচ্ছেন। ভোটারবিহীন কেন্দ্রে অনেকটা অলস সময় কাটাচ্ছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে, শান্তির্পূণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে মাঠে কাজ করছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ভোটকেন্দ্রে পুলিশ ও র্যাবকে টহল দিতে দেখা গেছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৩৬টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ উপজেলার মোট ভোটার সংখ্যা ৭৯ হাজার ৭৬৫ জন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের প্রার্থীরা হলেন- ফেরদৌসি বেগম ইকবাল (প্রজাপতি) মোহিনী বেগম (বৈদ্যুতিক পাখা) অ্যাডভোকেট কামরুন নাহার রিপা (কলস) অ্যাডভোকেট সুলতানা রাজিয়া ডলি (পদ্মফুল) মিরা বেগম (ফুটবল)।
এর আগে, গতকাল রবিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার ৩৬টি ভোটকেন্দ্রে পাঠানো হয় নির্বাচনি উপকরণ। রবিবার দুপুরে নির্বাচনি কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের হাতে বুঝিয়ে দেওয়া হয় ভোটগ্রহণের উপকরণ। ভোটকেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি, সিল, কলমসহ অন্যান্য উপকরণ।
প্রসঙ্গত, গত বছরের ২৫ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিনের মৃত্যুর পর এ পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন গত ১১ এপ্রিল রোববার ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে। পরবর্তীতে করোনার প্রকোপ বাড়ায় এ নির্বাচন স্থগিত ঘোষণা করে কমিশন। এরপর গত ২১ জুন ভোটগ্রহণের দিন ধার্য করা হয়। করোনা সংক্রমণ বাড়তে থাকায় ফের স্থগিত করা হয় নির্বাচন। আজ ২০ সেপ্টেম্বর স্থগিত হওয়া এ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।