খেলা ডেস্ক:
আবারও আর্জেন্টিনার ফুটবল দলের কোচ হলেন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা। দেশের প্রথম বিভাগের ক্লাব লা প্লাতা জিমন্যাসিয়া ক্লাবের কোচের দায়িত্ব নিয়েছেন ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ী সাবেক এই ফুটবলার।
ঘরের ক্লাবে ফেরায় সাবেক গুরুকে শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টিনার বর্তমান সুপারস্টার লিওনেল মেসি। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘তিনি আবারও কোচিংয়ে ফেরায় আমি উচ্ছ্বসিত। তিনি যখন জাতীয় দলের কোচ ছিলেন আমি তার কোচিং উপভোগ করেছি। ডিয়েগো আর্জেন্টিনার ফুটবলে ফেরায় আমি খুশি।’
২০০৮ থেকে ২০১০ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্ব ছিলেন সাবেক এই ফুটবলার। তবে এরপর মেক্সিকোর সেকেন্ড ডিভিশন ক্লাব ও আরব আমিরাতের দুটি ক্লাবের সঙ্গে যুক্ত কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা।