শুভ প্রতিদিন ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক, ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি জিয়ার সৈনিক ফ্রান্স শাখার প্রচার সম্পাদক আরিফ খানকে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিদায়ী সংবর্ধনা প্রধান করা হয়েছে।
রোববার সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে এ বিদায়ী সংবর্ধনা জানানো হয়। সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য মুস্তাফিজুর রহমান নওশাদের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ বুকে লালন করে দশের গন্ডী পেরিয়ে সুদূর প্রবাসে গিয়েও জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রাখায় বক্তারা ধন্যবাদ জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবক দল নেতা রজব আহমেদ সহ-সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।