শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন


বইপড়া উৎসবের কাল অংশ নিচ্ছে হাজারো শিক্ষার্থী

বইপড়া উৎসবের কাল অংশ নিচ্ছে হাজারো শিক্ষার্থী


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট
সিলেটে ইনোভেটর আয়োজিত ‘জেলা পরিষদ সিলেট, বইপড়া উৎসব’ এর প্রতিযোগিতামূলক পরীক্ষা আগামীকাল শুক্রবার। ৩ মাস ব্যাপী বইপড়া উৎসবের দ্বিতীয় ধাপে উৎসবের নির্বাচিত গ্রন্থ শেখ মুজিবুর রহমান-এর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের উপর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০ টায় নগরের মদনমোহন কলেজে এ পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে রেজিষ্ট্রেশন কার্ড সাথে নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বইপড়া উৎসব এর প্রধান উদ্যেক্তা, ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব।
তিনি জানান, বইপড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যারা বইটি গ্রহণ করেছে শুধুমাত্র তারাই এ পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রণবকান্তি আরো জানান, পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরই সনদপত্র প্রদান করা হবে।
“জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয় / এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিষ্কার করি স্বাধীনতার ইতিহাস “- এই শ্লোগান নিয়ে বইপড়া উৎসবের যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে। তরুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার প্রত্যয়ে ইনোভেটর এর এ আয়োজন ইতোমধ্যে দেশব্যাপী নন্দিত হয়েছে। কাজের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে জয়বাংলা ইয়ুথ এওয়ার্ড অর্জন করেছে সংগঠনটি।
এদিকে, শুক্রবার পরীক্ষা আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin