বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিশ্বনাথ বিয়াম ল্যাবরোটরি স্কুল প্রাঙ্গণে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখা আয়োজিত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে ও বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য এএইচ এম ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া।
স্বরচিত কবিতা আবৃত্তি ও আলোচনা সভায় অংশ নেন পরিষদের সাধারণ সম্পাদক মনি কাঞ্চন চৌধুরী, বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সহ-সভাপতি কবির আহমদ, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সেলিম আহমদ, বিশ্বনাথ কবিতা পরিষদের সভাপতি আব্দুল হান্নান ইউজেটিক্স, বাংলাদেশ সাম্যবাদী সাহিত্য পরিষদ বিশ^নাথ শাখার সাধারণ সম্পাদক শামীম হোসেন, বিশ^নাথ প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক শফিক আহমদ-পিয়ার, পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আফরিন মুন্নি, সংগঠক রওনক আহমদ এনাম, রাসেল উদ্দিন, অলক দাশ, মুক্তা রাণী দাশ, ঝুমা বৈদ্য, লিপি বৈদ্য, সৌমিত্র ধর, মো. সুলেমান প্রমূখ।