বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন


বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে জকিগঞ্জে কৃষক লীগের আলোচনা ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে জকিগঞ্জে কৃষক লীগের আলোচনা ও দোয়া মাহফিল


শেয়ার বোতাম এখানে

জকিগঞ্জ প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী এবং স্থানীয় কৃষক লীগের সহ-সভাপতি মোঃ খলিল উদ্দিনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বাদ আছর জকিগঞ্জের ঈদগাহ বাজারে কৃষক লীগের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে খলাছড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনের পরিচালনায় ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শেখ আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ অর্থ-বিষয়ক সম্পাদক রেজাউল হক রাসেল।

খলাছড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালামে’র স্বাগত বক্তব্যে ও ফরিদ উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ- সভাপতি মিফতাউল হোসেন সুইট, মৎস্য ও প্রণী সম্পদ বিষয়ক সম্পাদক শামীম কবির, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, জেলা কৃষক লীগ নেতা সালা উদ্দিন পারভেজ।

উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সহ-সভাপতি আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক হোসেন রাজা, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, ইউপি কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল জব্বার প্রমূখ।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি রেজাউল হক রাসেলসহ সকল বক্তারা, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। বাংলা ভাষা ও মাতৃভাষার গুরুত্ব বিশ্বের কাছে তুলে ধরেছেন জাতির পিতা।’ ঢাকায় গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ স্থানীয় উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ খলিল উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে দোয়া করা হয়


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin