বঙ্গবন্ধুর স্নেহধন্য সাবেক সংসদ সদস্য, কৃষক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জব্বারের একুশে পদকপ্রাপ্তি উপলক্ষ্যে আজ মঙ্গলবার বেলা ২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘মরহুম আব্দুল জব্বারের জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
এতে সভাপতিত্ব করবেন ‘আব্দুল জব্বার স্মৃতি সংসদ’র প্রধান উপদেষ্টা সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক গণপরিষদ সদস্য এডভোকেট লুৎফুর রহমান। উক্ত আলোচনাসভায় সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে ‘আব্দুল জব্বার স্মৃতি সংসদ’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি