জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট মহানগর যুবলীগের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ২৩নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ২৩ আগস্ট ) বাদ যোহর সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদে এ দোয়া, মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়|
দোয়া মাহফিল শেষে শিরনী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, যিনি স্বাধীন সার্বভৌমত্ব লাল সবুজের পতাকা এনে দিয়েছেন এবং অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ করেন নি তিনি হলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আদর্শকে বাস্তবায়ন করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বঙ্গবন্ধুসহ সকল শাহাদতবরণকারীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এই স্বাধীন রাষ্ট্র পেতাম না। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্নকে হত্যা করতে পারেনি। তার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দুরদর্শি নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের দোরগড়ায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা ২২নং ওয়ার্ডের কাউন্সিলর সাবেক ছাত্রনেতা সালেহ আহমদ সেলিম।
২৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ আব্দুল হাফিজ নূর আলীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা রাজীদ চৌধুরীর পরিচালনায় শিরনী বিতরণে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা তোফায়েল আহমদ তারেক, আবিদুর রহমান শিপলু, কামরানুল হক শিপু, হুসেন আহমদ, ওবায়েদ বাছিত সুমন, আকিদ আহমদ, আব্দুল কাদির ইমন, মো. মুন্না মিয়া, পাঠান মুর্শেদ খান, সানু মিয়া, মানিক মিয়া, সাজু আহমদ, নাঈম আহমদ, আরিফ আহমদ, এস.এম. এ রুবেল, মহানগর ছাত্রলীগ নেতা কাজী জুবের, তাজ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি