শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এদিকে
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের ডাইনিং সংস্কার, টয়লেট ও বাথরুমে টাইলস লাগানো, হল সংস্কারসহ আভ্যন্তরীণ বিভিন্ন সংস্কারমূলক কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জন্য আবাসিক হলের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা বদ্ধপরিকর। দীর্ঘদিন ধরে আবাসিক হল বন্ধ ছিল। শীঘ্রই হলসমূহ খুলে দেওয়া হবে। যাতে আবাসিক হলসমূহে শিক্ষার্থীদের উঠে কষ্ট না করতে হয় সেজন্য বিভিন্ন সংস্কারমূলক কাজ আমরা করেছি।
এছাড়া সদ্য বিদায়ী হল প্রভোস্টের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি নতুন হল প্রভোস্টকে হলের বিষয়ে উন্নয়নমুখী প্লান-পরিকল্পনা গ্রহণে দিক নির্দেশনা দেন উপাচার্য।
পরিদর্শনকালে উপাচার্য হল ডাইনিংয়ের জন্য একটি ৩০০ লিটারের রেফ্রিজারেটর উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বঙ্গবন্ধু হলের সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, নব-নিযুক্ত হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলামসহ সহকারী হল প্রভোস্টবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলামের শেষ কর্মদিবস ছিল আজ। তিনি বঙ্গবন্ধু হলে দুই মেয়াদে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অপরদিকে আগামীকাল (১ লা অক্টোবর) থেকে নব-নিযুক্ত হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।