স্টাফ রিপোর্ট: বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক স্কুল ফুটবল বালক বিভাগে তৃতীয়বারের মত শিরোপা জিতেছে সিলেটের জৈন্তাপুরের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত ম্যাচে হরিপুর প্রাথমকি বিদ্যালয় ১-০ গোলে রংপুর বিভাগের নিলফামারির দক্ষিণ কানিয়ালখাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। ম্যাচের ৫ মিনিটে বিজয়ী হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরে পক্ষে একমাত্র গোলটি করেন সালমান আহমেদ।
গতকাল বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে দুপুর ২টায় শিরোপা লাড়াইয়ের জন্য মুখোমুখি হয় সিলেট বিভাগের জৈন্তাপুর উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রংপুর বিভাগের নীলফামারী সদরের দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় দারুন ক্রীড়া নৈপুন্য দেখিয়ে ১-০ গোলে প্রতিপক্ষকে পরাজিত করে নিজেদের বিজয় নিশ্চিত করে সিলেট বিভাগের জৈন্তাপুর উপজেলা হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উপভোগ করেন এবং পরে পুরস্কার বিতরণ করেন। দিনের প্রথম ম্যাচে বালক বিভাগের ফাইনালে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রংপুর বিভাগের নিলফামারির দক্ষিণ কানিয়ালখাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা জয় করে। ম্যাচের পঞ্চম মিনিটে বিজয়ী হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়েরে পক্ষে একমাত্র গোলটি করেন সালমান আহমেদ। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নীলফামারির দক্ষিণ কানিয়ালখাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনিসুল ইসলাম সুর্য। চ্যাম্পিয়ন দল হিসেবে হরিপুর স্কুল দলকে নগদ তিন লাখ এবং রানার্স দল হিসেবে দক্ষিণ কানিয়ালখাটা স্কুল দলকে দুই লাখ টাকা প্রাইজমানি দেয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আকরাম আল হোসেইন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজি সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জৈন্তাপুর প্রতিনিধি নাজমুল ইসলাম জানান, ২০১০ সালে হতে ২০১৮ পর্যন্ত ৩ বার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে জৈন্তাপুরের ক্ষুদে শিক্ষার্থীরা বিজয়ের মকুট লাভ করে। ২০১০ সনে হতে শুরু হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রতিটি আসরের চুড়ান্ত পর্বে সিলেট বিভাগের জৈন্তাপুর উপজেলা ক্ষুদে ফুটবল টিম অংশগ্রহণ করে আসছে। এ পর্যন্ত তিনবার শিরোপা অর্জন করে জৈন্তাপুর উপজেলা ক্ষুদে ফুটবল টিম। তারই ধারাবাহিকভাবে কোন কোন আসরে জৈন্তাপুর উপজেলার ক্ষুদে ফুটবল দল রানার্স আপসহ তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে।
এদিকে দল বিজয়ী হওয়ার পর উপজেলা প্রতিটি স্কুলে বাজারে আনন্দের বন্যা বয়ে যাওয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল শুরু হওয়া মানে জৈন্তাপুর উপজেলা টিম শিরোপা জিতার লড়াইয়ে এগিয়ে যাওয়া। ২০১০ সাথে প্রথম বঙ্গবন্ধু গোল্ডকাপ শিরোপা জিতে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০১৬ সালে একই উপজেলার করগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২০১৮ সনের শিরোপা জয়ের মুকুট অর্জন করে এই উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবারের ক্ষুদে ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনার মাধ্যমে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের ক্রিড়া প্রেমীরা।
এদিকে, দিনের দ্বিতীয় ফাইনালে বালিকা বিভাগে মংমনসিংহের পাঁচরুখি সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে লালমনিরহাটের টেপুরগাড়ি বিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বঙ্গমাতা গোল্ডকাপ স্কুল টুর্নামেন্টের শিরোপা জয় করে। প্রথমার্ধ গোল শুন্য থাকার পর ৪৮ মিনিটে পাঁচরুখি সরকারী বিদ্যালয়ের হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেন জান্নাতুল মাওয়া। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের লিভা আখতার। একইসঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল দাতাও তিনি।
চ্যাম্পিয়ন পাঁচরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয় নগদ তিন লাখ টাকা ও একটি গোল্ডেন ট্রফি লাভ করে। রানার্স আপ হিসেবে টেপুগাড়ি বিকে সরকারী প্রাথমিক নগদ দুই লাখ টাকা একটি সিলভার ট্রফি লাভ করে।