বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন


বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের বৃক্ষরোপন 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের বৃক্ষরোপন 


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইনের পুকুর পাড়ে গাছের চারা রোপন করেন নেত্রীবৃন্দ।
বৃক্ষরোপন কর্মসূচীতে মহিলা আওয়ামী লীগের নৃতৃবৃন্দ বলেন, জাতির পিতা না থাকলে এ দেশ হতো না। বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা। তার অবদান এ বাঙালি জাতি কখনো ভুলবে না। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তারই অংশ হিসেবে সিলেট জেলা আ.লীগের উদ্যোগে আজকের কর্মসূচী পালন করা হয়েছে।
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানার পরিচালনায়।
বৃক্ষরোপনে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিলকিস নুর, সহ-সাধারন সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমদ, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক মাধুরী গুন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এজেড রওশন জেবিন রুবা, সাংগঠনিক সম্পাদক রেহেনা পারভীন, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুন নাহার, প্রচার সম্পাদক শাহিনা বেগম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক প্রভাষক বিনা সরকার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য উপ-কমিটির সদস্য ডা. নাদিরা, আর আই পুলিশ লাইনের মো. আব্দুছ ছালাম প্রমুখ।

শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin