বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালীর আবেগ ও অনুভূতির নাম : ডা. আরমান আহমদ শিপলু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালীর আবেগ ও অনুভূতির নাম : ডা. আরমান আহমদ শিপলু


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক, আওয়ামী লীগ নেতা ডা. আরমান আহমদ শিপলু বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালীর আবেগ ও অনুভূতির আরেক নাম। বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে বঙ্গবন্ধুর নাম। জাতির জনক ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক চেতনার একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে সাথে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাই সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের জন্য শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ব্লাড ডোনেশন লিংক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ডা. আরমান আহমদ শিপলু। এম আর আই টুটুল গাজীর সভাপতিত্বে ও মাসুদ রানার পরিচালনায় বক্তব্য রাখেন যুব সংগঠক লায়ন কাজি সুমন, নজরুল ইসলাম, পিটন মোদক, সৌরভ খান, তপন রয়, মিলন দাস,ফারুক আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির পিতা ও ১৫ ই আগস্ট জাতির পিতার পরিবারের শহীদ সকল সদস্যদের রূহের শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শিরনী বিতরণ করা হয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin