বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:২৬ অপরাহ্ন


বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত


শেয়ার বোতাম এখানে

শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কারপ্রাপ্ত বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর ২০তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের শহরশ্রী বাজারে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপত্বি করেন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক শেখ সবুজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মৌলভীবাজারের উপ-নিবন্ধক শফিকুল ইসলাম, মৌলভীবাজার সমবায় অফিসের সসোওলজিষ্ট মাহবুবুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা সমবায় কর্মকর্তা আমিরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ মিয়া মাষ্টার, মো. সুফি মিয়া, সমিতির সভাপতি আব্দুল হক, সাবেক সভাপতি মো মছদ্দর আলী।

এছাড়াও সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গত অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব এবং আগামী অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়।
শেষে সমিতির সদস্যদের এবং শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin