কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বন্য শুকরের কামড়ে চন্দন বাউরী (৫০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সজল তন্ত বায় নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। ২৬ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার ফুলবাড়ি চা বাগানে এ ঘটনাটি ঘটে। সে নতুন লাইনের লক্ষী কান্ত বাউরীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, চা শ্রমিক চন্দন বাউরী ও সজল তন্ত বায় প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে চা পাতা উত্তোলন করতে বাড়ি থেকে বের হন। কাজে যাওয়ার পথে ফুলবাড়ি বাগানের মাগুরছড়া সংলগ্ন রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ একটি বন্য শুকর তাদের ওপর হামলা আক্রমন করে। বন্য শুকুরর সজল ও চন্দনের আক্রমনে শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। কামড়ে দুই চা শ্রমিক রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় চা শ্রমিকেরা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পড়ে চিকিৎসাধীন অবস্থায় চা শ্রমিক চন্দন বাউরী (৫০) মৃত্যু হয়। অপর আহত চা শ্রমিক সজর তন্ত বায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় ইউপি সদস্য মামুন মিয়া বন্য শুকুরের হামলায়
চা শ্রমিকের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বিটের কর্মকর্তা
সুলহাস উদ্দীন বলেন, বন্যশুকুরের হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি আহত ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে জানতে পেরেছি একজনের মৃত্যু হয়েছে।