শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:১৪ পূর্বাহ্ন


বন্যার্তদের থেকে বাড়তি ভাড়া: ৮ পরিবহনকর্মী চাকরিচ্যুত

বন্যার্তদের থেকে বাড়তি ভাড়া: ৮ পরিবহনকর্মী চাকরিচ্যুত


শেয়ার বোতাম এখানে

নিউজ ডেস্ক:
বন্যাকবলিত সিলেট ও সুনামগঞ্জের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেয়ায় চারটি বাসের চালক ও কন্ডাক্টরসহ আটজনকে চাকরিচ্যুত করা হয়েছে।

বিষয়টি সোমবার দুপুরে নিশ্চিত করেছেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়।

তিনি জানান, বন্যার্তদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেয়া হচ্ছে- এমন খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নিয়ে তদন্তে নামে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার রাতে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসের আটজনকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। অভিযুক্ত ৯টি বাসের আরও ১৮ কর্মীর বিরুদ্ধে একই অভিযোগে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও একই পদক্ষেপ নেয়া হবে।

শঙ্খ শুভ্র আরও জানান, আর কোনো যাত্রী যেন হয়রানির শিকার না হন, সে ব্যাপারে সতর্ক থাকা হবে।

হবিগঞ্জ-সিলেট লাইনে ১৮০ টাকা ভাড়া সাড়ে ৩০০ টাকা নেয়ার অভিযোগ ওঠে কয়েকটি বাসের কর্মচারীদের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সমিতির কর্মকর্তারা সংবাদকর্মীদের কাছ থেকে তথ্য নিয়ে তদন্ত শুরু করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin