গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে লক্ষণাবন্দ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে আব্দুস সামাদ ও আলহাজ্ব আবুল কালামের যৌথ উদ্যোগে কালাম এন্ড সামাদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ৩০০ পরিবারের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন,মাওলানা আলী হোসেন, কালাম এন্ড সামাদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক জুমন আহমদ ও সালা উদ্দিন প্রমুখ।