সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১০:১৯ অপরাহ্ন


বন্যা কবলিত তৃতীয় লিঙ্গের মানুষের পাশে জান্নাত রাখি

বন্যা কবলিত তৃতীয় লিঙ্গের মানুষের পাশে জান্নাত রাখি


শেয়ার বোতাম এখানে

শুভপ্রতিদিন ডেস্ক:
সিলেট নগরীর বাগবাড়ি এলাকার বাসিন্দা চৌধুরী জান্নাত রাখি তার ব্যক্তিগত উদ্যোগে বন্যাকবলিত তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে ত্রান ও আর্থিক সহায়তা প্রদান করেছেন।
তিনি নগরীর বিভিন্ন এলাকার অর্ধশত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও কিছু সংখ্যক মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন।
ত্রান সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সুবর্ণা হামিদ, আশার আলো যুব কল্যাণ সংঘ এর সভাপতি মানবাধিকার কর্মী মাহফুজ আলম এবং হিজড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি মিস সুক্তা হিজড়া।
বন্যায় ক্ষতিগ্রস্থ হিজড়ারা যখন অন্যদের মত অসহায় কর্মহীন জীবন পার করছেন, তখন তাদের সহায়তায় এগিয়ে আসেন চৌধুরী জান্নাত রাখি। খাদ্য সামগ্রী সহ আর্থিক সহায়তা হিজড়া জনগোষ্ঠীর হাতে তুলে দেন।
এই দুঃসময়ে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin