শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেট সুনামগঞ্জের পর হবিগঞ্জেও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। দিনভর ভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। জেলার নবীগঞ্জ, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলার নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পরেছেন নদী তীরবর্তী বাসিন্দারা।
কালনী, কুশিয়ারা নদীর আজমিরিগঞ্জ অংশে অনেক এলাকায় পানি ঢুকার খবর পাওয়া গেছে। নবীগঞ্জ অংশেও পানি বেড়ে প্রায় বাঁধ ছুঁই ছুঁই। নিচু এলাকার দুটি গ্রামের বাসিন্দারা ইতোমধ্যে পানিবন্দি হয়ে পরেছে। এতে সীমাহীন দূর্ভোগে পরেছেন ওই গ্রামের সাধারণ মানুষ।
আজমিরীগঞ্জ-কাকাইলছেও এবং আজমিরীগঞ্জ-বদলপুরের সাব-মার্জিবল সড়ক এবং ধলেশ^রি নদীর পানি বেড়ে লাখাই উপজেলার লাখাই-বামৈ এবং মাদনা-লুকড়া সড়ক ঝুঁকিতে রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ২১ জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে আজমিরীগঞ্জের কালনী-কুশিয়ারা নদীর পানি আগামী কয়েকদিন বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে, আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে সরকারি খাদ্য গুদাম সংলগ্ন গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতে প্রায় কোমড় পানি প্রবেশ করছে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা ঘর ছেড়ে শুক্রবার সন্ধ্যায় নিরাপদ আশ্রয়ের খোঁজে নিকটবর্তী খাদ্য গুদামের সামনে জড়ো হচ্ছেন। বদলপুর ইউনিয়নের পাহাড়পুরের শ্রীরামপুর, নদীপুরসহ বেশকটি গ্রামে ইতোমধ্যে পানি প্রবেশ করছে।
কাকাইলছেও পানিবন্দিদের সার্বিক অবস্থা পরিস্থতি পর্যবেক্ষণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম। এ সময় তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানিবন্দিরা আশ্রয় কেন্দ্রে থাকবেন। সরকার থেকে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেয়া হবে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ তালুকদার বলেন, ‘কুশিয়ারা পানি বৃদ্ধি অব্যাহত আছে। পানি আরও ২/৩ দিন বাড়বে। বর্তমানে কুশিয়ারার পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।’
জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘জেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে সব উপজেলা প্রশাসনকে দিক নির্দেশনা দেয়া হয়েছে। আমরা মাঠে তৎপর রয়েছি। কেউ জলাবদ্ধতায় আটকা পড়লে ৩৩৩ নাম্বারে কল করলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে সহায়তা পৌঁছে যাবে। সব ধর্মীয় প্রতিষ্টনে বিশেষ দোয়া ও প্রার্থনার কথা বলা হয়েছে।