বিয়ানীবাজার প্রতিনিধি
দৈনিক শুভ প্রতিদিন এর প্রকাশক ও সম্পাদক এবং কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন বলেছেন, তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে ইংলিশ ল্যাংগুয়েজ ও প্রযুক্তিগত শিক্ষার বিকল্প নেই। গতানুগতিক শিক্ষা দিয়ে এখন আর কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাই আমাদের বর্তমান প্রজন্মকে তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তোমাদের কে দক্ষ মানব সম্পদ হয়ে গড়ে উঠতে হবে। হৃদয়ে দেশ প্রেম ও মুক্তিযদ্ধের চেতনা লালন করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রত্যেক কে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। গতকাল শনিবার দুপুরে বিয়ানীবাজার পৌরসভাস্থ তমছির আলী কমিউনিটি সেন্টারে হেক্সাস বিয়ানীবাজার শাখা কর্তৃক আয়োজিত ইংলিশ ল্যাংগুয়েজ ও আইটি কোর্স উর্ত্তীণ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
হেক্সাস বিয়ানীবাজার শাখার পরিচালক সাইবুল ইসলাম রেজার সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল ওয়াদুদ এবং ম্যানেজার আহমদ আল কবির এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক এডুকেশন আব্দুল কাদির সুমন ও সামি মাহমুদ। এছাড়া প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।