স্টাফ রিপোর্ট: সকরকারের নানা উদ্যোগের কারণেই দেশে ধানের উৎপাদন বেড়েছে। তাই এখন থেকেই কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজ বুধবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শিমুলবাক ইউনিয়নে ব্রাকের অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধনকালে নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী এসব কথা বলেন।
শাম্মী বলেন, সরকার কৃষকদের বিনামূল্যে বীজ,সার, কীটনাশক দিয়ে সহায়তা করছে। এমনকি তাদের সেচ সুবিধাও দিয়েছে। এতে তাদের ভর্তুক্তির পরিমাণ কমে যাবে। ইতিমধ্যে সরকার কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করতেও শুরু করেছে। তিনি আরো বলেন, কেবলমাত্র শেখ হাসিনার সরকারই কৃষিখাতকে সবচেয়ে গুরুত্ব দিয়ে এতে ভর্তুকি দিচ্ছে। তাই কৃষি এবং কৃষক বান্ধব এই সরকার চলতি বোরো মৌসুমে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষকের পাশেই থাকবে। এসময় ব্র্যাকের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে, উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, দক্ষিণ সুনামগঞ্জ এর ব্যবস্থাপনায় কৃষকের মধ্যে কম্বাইন হারভেষ্টার বিতরণ করা হয়। এতে উপস্থিত সকল কৃষকদের দ্রুত ধান কাটার জন্য অনুরোধ করেন এবং করোনায় সচেতন থাকার আহবাণ করেন।