শুভ প্রতিদিন ডেস্ক:
পহেলা বৈশাখ উদযাপনের সাথে ধর্মীয় কোনো বিষয় জড়িত নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সতর্ক করে বলেছেন, বাংলা নববর্ষের সাথে ধর্মকে মিলিয়ে কেউ যেনো সংঘাতের চেষ্টা না করে।বুধবার (১৩ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর হাতিরঝিলে নান্দনিক অ্যাম্ফিথিয়েটার ও গীতিময় ঝরনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
এসময়, জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্তরের মানুষের সাথে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী; ইসলামের প্রকৃত মর্ম উপলব্ধি করে জঙ্গিবাদে জড়িতদের ফিরে আসার আহ্বান জানান তিনি।
২০১৩ সালে রাজধানীতে গড়ে তোলা হাতিরঝিল প্রকল্প যোগাযোগ ব্যবস্থা আর ঢাকাবাসীর অবসরে সময় কাটানোর অন্যতম স্পট। এর নান্দনিকতা আরো এক গুন বাড়িয়ে দিতে প্রকল্পটিতে যোগ হলো ডিম্বাকৃতির মুক্তমঞ্চ বা অ্যাম্ফিথিয়েটার ও বর্ণিল আলোর গীতিময় ঝরণা।
বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগ এটি বাস্তবায়ন করেছে। দক্ষিণ এশিয়ায় সব চেয়ে বড় এই গীতিময় ঝরনায় ৪’শ ৮৮ টি নজেলে ২’শ ৬৫ ফুট উপরে উঠবে ঝরণার পানি। আর লেজারের আলোয় তৈরি হবে বর্ণিল ছটা।বৃহস্পতিবার সকালে গণভবন থেকে হাতিরঝিলে নতুন এই দুটি সংযোজন করে ভিডিও কনফারেন্স করে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, নববর্ষে নাগরিকদের জন্য এই উপহার।
মঙ্গল শোভা যাত্রা এখন বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। ধর্মীয় অনুভুতির সাথে সংঘাতপূর্ণ যেনো এটি না হয় এবং সেই চেষ্টাও যেনো কেউ না করে।’
প্রধানমন্ত্রী বলেন আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি নাগরিকদের চিত্ত বিনোদনের ব্যবস্থা সৃষ্টিতেও মনোযোগি সরকার।
তিনি বলেন, ‘জীবিকা নিয়ে যাদেরকে সব সময় সংগ্রাম করে যেতে হচ্ছে চিন্তাযুক্ত থাকতে হচ্ছে সেখানে তাদেরকে জীবনটাকে একটু সহজ করার চেষ্টা আমরা করে যাচ্ছি।’এরপর জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি করতে ময়মনসিংহ বিভাগের চার জেলার বিভিন্ন স্তরের মানুষের সাথে ভিডিও কনফারেন্স করেন তিনি।
তিনি বলেন, আমরা চাই এরকম আত্মঘাতী পথ থেকে আমাদের ছেলেমেয়েরা ফিরে আসুক। জঙ্গি, সন্ত্রাস, মাদক থেকে দেশকে মুক্ত করতে আপনাদের সহযোগিতা চাই।’ভিডিও কনফারেন্সে নেত্রকোনাসহ পার্শ্ববর্তী হাওড় এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের ঋণের কিস্তি স্থগিত করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।