শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০১ পূর্বাহ্ন


বসন্ত এসেছে নতুন সাজে : মইনুল হাসান আবির

বসন্ত এসেছে নতুন সাজে : মইনুল হাসান আবির


শেয়ার বোতাম এখানে

ফাগুন এসেছে বসন্ত মাখা বাতাসে
কুসুমে ভরে গেছে হরিৎ সুগন্ধ,
নবীন ঋতু বরিয়া নিব সবে
অনিল রাঙা রোশনাই পুষ্প আনন্দ।
বসন্ত বরনে সেজেছে দেখ ধরা
শাখী ভরেছে সুগন্ধি মাখা ঋতুরাজ,
দেখো ডালে ডালে যেন নতুনের ছায়া
অঙ্গনা তোমার প্রেমে পাগল পুষ্পসাজ।
ফাল্গুনী হাওয়ায় মেতে ওঠে পক্ষী
বসন্তদূত মধুর কন্ঠে করে ডাকা-ডাকি,
আমের কুড়ি জামের বউল আরো নানা কলি
তরু ভরে সেজে ওঠে রাঙা ভরা মাখি।
গাছে গাছে পুষ্প ভরা লাগে ভীষণ উল্লাস
হলুন শাড়িতে ঘিরে রয়েছে দেখ নতুন সাঁজ,
পুষ্পের সৌরভে মোদের মনটা করে মাতাল
উপভোগে মাতোয়ারা স্বাদে-গন্ধে ঋতুরাজ।
প্রভাতী অরুনে বসন্ত সাঁজে ম-ম করে
ফাল্গুনী রবীরশ্মী যেই পুষ্প দিযে ভরে,
সেই পুষ্প হয়ে যায় রোশনাই কিরণময়
তখন প্রজাপতি গুলো কুসুমের ধারে উড়ে।
গাঁ ভরা কৃষক গুলো আনন্দে ওঠে মেতে
ঋতুরাজ বরণ করে নানা রকম রঙ্গে,
রমনীরা সাঁজে সবাই ফুলের গন্ধে
রাঙা গোলাপ খোপায় যেন দেখ শত ঢঙ্গে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin