স্টাফ রিপোর্ট:
‘ঝাকে উড়ে আকাশ জুড়ে, দেখতে কি সুন্দর জালালি কইতর’’ কিংবা ‘দুনিয়াটা যেনো একটা পুতুল খেলা’ ও ‘মায়াবিনী কালসাপিনী’ সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার বাউল শিল্পী আব্দুল হামিদ গুরুত্বর অসুস্থ হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করেছেন ।
বাউল আব্দুল হামিদ দীর্ঘদিন থেকে বয়সজনিত কারণে নানা শারিরিক জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ গত ৮ এপ্রিল তার শারিরিক অবস্থা হঠাৎ খারাপ হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।