বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন


বানিয়াচংয়ে মানুষ ও পশুপাখি’র ঔষধ একসাথে বিক্রির দায়ে জরিমানা

বানিয়াচংয়ে মানুষ ও পশুপাখি’র ঔষধ একসাথে বিক্রির দায়ে জরিমানা


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:
বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাগাপাশা ডায়গনষ্টিক সেন্টার ও ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মানুষ ও পশুপাখির ঔষধ এক সাথে রেখে বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা, ডায়গনষ্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না দেখাতে পারায় ওই ডায়গনষ্টিক সেন্টার কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মে) দুপুর ১টায় বিভিন্ন অনিয়ম ও আইনভঙ্গ করায় বানিয়াচং উপজেলার ৬নং ইউনিয়নের কাগাপাশা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কাগাপাশা ডায়গনষ্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি।

২৯ ও ৩০ মে এ ধরনের অভিযানে বানিয়াচংয়ে মোট ৪ টি ডায়গনষ্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ইফ্ফাত আরা জামান উর্মি বলেন এ ধরনের অভিযান একটি চলমান প্রক্রিয়া । এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবেনা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin