তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ বছরের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় শামীম মিয়া (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আটক যুবক বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা লাল মিয়ার ছেলে।
ধর্ষণের শিকার মেয়েটির বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। এই কিশোরী একজন দিনমজুর ও দরিদ্র পরিবারের মেয়ে।
গত (২৫ সেপ্টেম্বর) সোমবার তাহিরপুর উপজেলার বারেক টিলায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বম্ভরপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে উপজেলার বাঘবেড় থেকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল বনিক বলেন, আটক যুবককে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে অভিযুক্ত যুবককে তাহিরপুর থানায় জিজ্ঞাসাবাদ চলছে। মেয়েটি তাহিরপুর থানা পুলিশের হেফাজতে আছে। থানায় এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।