বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ অপরাহ্ন


বালাগঞ্জে আ’মীলীগের নেতার বাসায় দুঃসাহসিক চুরি; নগদ টাকা স্বর্ণালংকার লুট

বালাগঞ্জে আ’মীলীগের নেতার বাসায় দুঃসাহসিক চুরি; নগদ টাকা স্বর্ণালংকার লুট


শেয়ার বোতাম এখানে

বালাগঞ্জ প্রতিনিধি:

বালাগঞ্জে উপজেলা আওয়ামিলীগের প্রচার সম্পাদক মো: নাসির উদ্দিনের লতিফা কমিউনিটি সেন্টারের বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বাসার পিছনের জানার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। উপজেলা সদরের থানা থেকে প্রায় দেড়শ গজের মধ্যে এরকম চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে।

জানা যায়, সোমবার (২৭ সেপ্টেম্বর) গগভীররাতে নাসির উদ্দিনের ভাতিজা মিনহাজ উদ্দিন রাতের খাবার খেয়ে পাশের রুমে ঘুমিয়ে পড়েন। সকাল আনুমানিক ৮ টার দিকে মিনহাজ ঘুম থেকে উঠে দেখেন তার চাচার (নাসির)রুমের দরজা খোলা ও জিনিসপত্র তছনছ। এং রুমের আলমিরার দরজা খুলা পান আলমিরা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। খবর পেয়ে বালাগঞ্জ থানার পুলিশ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এবং মিনহাজ ও ঘরের কাজের মহিলাকে জিজ্ঞাবাদ করেছেন।

নাসির উদ্দিনের জানান আলমিরাতে নগদ ৬২ হাজার টাকা ও ৬/৭ বড়ি স্বর্ণ রাখা ছিল চুরেরা এগুলো নিয়ে গেছে। আমিও আমার স্ত্রী বাসায় ছিলাম না। এই সুযোগ হয়তো চুরেরা কাজে লাগিয়েছে।

এ ব্যাপারে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ঘরে থাকা মিনহাজ ও কাজের মহিলাকে জিজ্ঞাবাদ করেছি এবং চুরি ঘটনা উদঘাটনের ব্যাপারে তৎপরতা অব্যাহত আছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin