বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জে কর্মহীন ৫০টি পরিবারের মধ্যে অমল দাস আপনের ব্যক্তিগত উদ্যোগে খাদ্যদ্রব্য বিতরন করা হয় গত ৩০ মার্চ সোমবার বিকালে ইলাশপুরে।
এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, ৫২ টিভি ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক রজত কান্তি চক্রবর্ত্তী, উদ্যক্তা অমল দাস আপন,পল্লীচিকিৎসক ময়না মালাকার, বালাগঞ্জ ইউনিয়ন গ্রাম আদালত সহকারী শাহাবুদ্দিন, ৫২ টিভির ক্যামেরাপর্সন জাহেদ আহমদ প্রমুখ।
২ কেজি চাল, ১কেজি আলু, ১ কেজি পেয়াজ,আধা কেজি লবন,১ কেজি ডাল, এছাড়া পল্লী চিকৎসক মযনা মালাকারের সৌজন্যে মাস্ক,নাপা, হিস্টাসিনও খাবার স্যালাইন ছিল প্রতিটি প্যাকেটে।
এব্যপারে বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম বলেন, এই মুহূর্তে অমল দাস আপন ও ময়না মালাকার তাদের সাধ্যমত কর্মহীন মানুষের পাশে দাড়িযেছেন তা সত্যিই প্রশংসনীয়। এলাকার বিত্তশালীদের প্রতি আহবান জানাই নিজেদের সাধ্যমত মানুষের পাশে দাড়ান।