বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:০৬ পূর্বাহ্ন


বালাগঞ্জে চলমান লকডাউনে মানবিক সহায়তা বিতরণ

বালাগঞ্জে চলমান লকডাউনে মানবিক সহায়তা বিতরণ


শেয়ার বোতাম এখানে

বালাগঞ্জ প্রতিনিধি:

বিশ্ব ঘাতক কোভিড-১৯ এর কারণে লকডাউন চলমান থাকায় দরিদ্র, দুঃস্থ, অস্বচ্ছল ও কর্মহীন জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিধিনিষেধ মেনে শুকনো খাবার প্রদান করা হয়।

বৃহস্পতিবার মধ্যাহ্নে সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানবিক সহায়তা বিতরণ করার সময় বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর বলেন, মহামারি কোভিড থেকে যেন মহান রাব্বুল আল আমিন আমাদের রক্ষা করেন। সরকার ঘোষিত লকডাউন মেনে চলার আহ্বান জানিয়ে এবং সবার কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই আমরা এই ভাইরাস কে প্রতিহত করতে সার্বক্ষণিক চেষ্টা করবো। কেউ যেন না খেয়ে থাকতে হয় সেজন্য প্রধানমন্ত্রী আপনাদের এসহায়তা প্রদান করেছেন। বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা এ উপহার সামগ্রী বিতরণ করেছি। এখাবার দিয়ে সপ্তাহ খানিক এই মানুষ গুলো চলতে পারবে।
উল্লেখ্য, শুকনো খাবারের মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল, চিড়া, লবন, সাবান ইত্যাদি। এসময় স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin