বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জে দুইজন প্রবাসী আলহাজ্ব মতিউর রহমান শাহীন ও অলিউর রহমান পক্ষ থেকে সাংবাদিকে ঈদ উপহার প্রদান করা হয়। এস এম মেমোরিয়াল ট্রাষ্ট্রের প্রতিষ্টাতা চেয়ারম্যান, শেফিল্ড আওয়ামী লীগের সহ সভাপতি ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মতিউর রহমান শাহীন ও স্পেন প্রবাসী অলিউর রহমান কর্তৃক বালাগঞ্জ উপজেলায় কর্মরত ২১জন সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করা হয়।
২৩মে শনিবার বেলা ৩টায় বালাগঞ্জ বাজারস্থ সাপ্তাহিক কুশিয়ারার কূল কার্যালয়ে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন, শাহাবউদ্দিন শাহীন, হুসাইন আহমদ,রজত কান্তি চক্রবর্ত্তী, আব্দুল কাদির, মোঃ কাজল মিয়া, এ এস রায়হান, মুমিন আহমদ মামুন,লিটন দাস লিকন,জাগির হোসেন, গিলমান তালুকদার, জাহেদ আহমদ এছাড়া আরো সাংবাদিক যাদের দেয়া হয় তারা হলো মোঃ শিপন খান,মোঃ শামীম আহমদ, মোঃজিল্লুর রহমান জিলু,সাইফুর তালুকদার, আব্দুস শহীদ, এস এম হেলাল, আবুল হোসেন ইমন,আবুল কাশেম অফিক, তারেক আহমদ, পলাশ পুরকায়স্থ, আমীর আলী কে প্রদান করা হয়।