বালাগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলা বিএনপির সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি ও বোয়ালজুড ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান হাজী আব্দুন নুর (নুর মিয়া) ও তার পরিবারের পক্ষ থেকে উপজেলার হত দরিদ্রের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) থেকে সিদ্দেক আলী ফাউন্ডেশনের তত্বাবধানে উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হয়। প্রথমদিন উপজেলার দেওয়ানবাজার ও পশ্চিম গৌরিপুর ইউনিয়নের ১৮টি স্পটে কর্মহীন ও অসহায় মানুষদের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেন বোয়ালজুড ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম, পশ্চিম গৌরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, বালাগন্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল আহমদ, দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ আলী মেম্বার, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, পশ্চিম গৌরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজম আলী, সাবেক ছাত্রনেতা এম. সাইফুর রহমান তালুকদার, লাল সবুজ পেশাজীবী পরিষদের সভাপতি ফখরুল ইসলাম রাজু, যুবনেতা রাজু আহমেদ, ছাত্রনেতা শাহজাহান গাজী, আব্দুশ শুকুর প্রমুখ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার পূর্ব গৌরিপুর ইউনিয়ন ও পূর্ব পৈলনপুর ইউনিয়ের ১৮টি ওয়ার্ডে খাদ্য সহায়তা বিতরণ করা হবে।