শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব বালাগঞ্জে এগিয়ে রয়েছেন। পুরো উপজেলার প্রাপ্ত ভোটে নৌকা প্রতিক নিয়ে তিনি ২৪২৭৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক পেয়েছেন ৩৩৩৭ ভোট।
এর আগে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এর মাধ্যমে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।