বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী সোহেল আহমদের পক্ষ থেকে চলমান
করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন অসহায় দুঃস্থ ও খেটে-খাওয়া মানুষদেরমধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।৭ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে উপজেলা দেওয়ান বাজার ইউনিয়নের সিরাজপুরস্থ
নিজবাড়ীতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন যুক্তরাজ্য প্রবাসী সোহেল আহমদের
চাচা দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান। এসময় তিনি বলেন, করোনা ভাইরাস জনিত কারণে বিশ্বব্যাপী আজ অনেকেই আক্রান্ত ও আতংকিত। সংগত কারণে মানুষ স্বেচ্ছায় গৃহবন্ধী। এতে অনেকেই
খাদ্য সমস্যায় থাকা স্বাভাবিক। এই ক্লান্তি লগ্নে সরকারের পাশাপাশি একেঅপরকে সাহায্য সহযোগীতা করা জরুরী। এই দুর্যোগময় সময়ে প্রত্যেকেই যার যার স্বামর্থ অনুযায়ী অসহায় অক্ষম মানুষের পাশে দাডাঁলে কোন মানুষই কষ্ট
পাবে না ইনশাআল্লাহ্ ।অনুষ্ঠানে অর্ধশতাধিক অসহায় প্রত্যেক পরিবারের মধ্যে বিতরণকৃত এসব খাদ্যসামগ্রী হলো- ৬কেজি চাল, ১কেজি ডাল, আদা কেজি সয়াবিন তেল, ১কেজি পিয়াঁজ
ও ২ কেজি আলু।