বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ সদর ইউনিয়নের চরসুবিয়া গ্রামের লন্ডন প্রবাসী মোঃ রইছ মিয়ার ছেলে ও মেয়ের পক্ষ থেকে ২০০ জন কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর। এছাড়াও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
বিতরন কাজে সহযোগিতা করেন আওয়ামীলীগ নেতা মখলিছ মিয়া ও তার ছেলে বদরুল ইসলাম।
বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর বলেন,এই কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি খাদ্যসামগ্রী বিতরণ করায়।