শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন


বালাগঞ্জে শেখ খলিলুর রহমান সাহাদত ওয়েল ফেয়ার ট্রাস্ট’র পক্ষ থেকে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান

বালাগঞ্জে শেখ খলিলুর রহমান সাহাদত ওয়েল ফেয়ার ট্রাস্ট’র পক্ষ থেকে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান


শেয়ার বোতাম এখানে

বালাগঞ্জ প্রতিনিধিঃ
বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় শেখ খলিলুর রহমান সাহাদত ওয়েল ফেয়ার ট্রাস্ট এর অর্থায়নে
২৮মার্চ সারা দিন ব্যাপী ৩জন ৩জন করে মোট ১০০ জন প্রতিবন্ধী ও এতিমকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। উদ্বোধন করেন সমাজ সেবক শেখ মফিজুর রহমান ফারুক।
খাদ্য সামগ্রীর মধো দিলো চাউল ৪ কেজি,ডাল ১কেজি, ছানা ১কেজি, তৈল ১লিটার,চিনি ৫০০গ্রাম,দুধ ২৫০গ্রাম,হরলিকস ২৫০গ্রাম,পিয়াজ ২কেজি,আলু ২কেজি, ময়দা১কেজি, ভাড়া বাবদ নগদ ১০০টাকা করে প্রদান করা হয়। করোনা ভাইরাস সচেতনতার জন্য হাত ধোয়া, সাবান ও লিপলেট বিতরন ১০০ প্রতিবন্ধীর বাড়ী গিয়ে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin