বালাগঞ্জ প্রতিনিধিঃ
বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় শেখ খলিলুর রহমান সাহাদত ওয়েল ফেয়ার ট্রাস্ট এর অর্থায়নে
২৮মার্চ সারা দিন ব্যাপী ৩জন ৩জন করে মোট ১০০ জন প্রতিবন্ধী ও এতিমকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। উদ্বোধন করেন সমাজ সেবক শেখ মফিজুর রহমান ফারুক।
খাদ্য সামগ্রীর মধো দিলো চাউল ৪ কেজি,ডাল ১কেজি, ছানা ১কেজি, তৈল ১লিটার,চিনি ৫০০গ্রাম,দুধ ২৫০গ্রাম,হরলিকস ২৫০গ্রাম,পিয়াজ ২কেজি,আলু ২কেজি, ময়দা১কেজি, ভাড়া বাবদ নগদ ১০০টাকা করে প্রদান করা হয়। করোনা ভাইরাস সচেতনতার জন্য হাত ধোয়া, সাবান ও লিপলেট বিতরন ১০০ প্রতিবন্ধীর বাড়ী গিয়ে।