বালাগঞ্জ প্রতিনিধি :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বালাগঞ্জে স্বল্প পরিসরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। ২১ বার তপোধ্বনির মাধ্যমে সূর্য্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,বালাগঞ্জ থানা পুলিশ, মুক্তিযোদ্বা সংসদ। এ উপলক্ষে বালাগঞ্জ শহীদ মিনার সরকারি ডিএন মডেল উচ্চ বিদ্যালয় প্রাংগনে শ্রদ্বাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, আমার বাড়ি আমার খামার এর সমন্বয় কারী দেবাংশু কুমার রায়, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, এস আই জামান আহমদ, মুক্তিযোদ্বা সুলেমান আলী,মুক্তিযোদ্বা আপ্তর আলী সহ প্রমুখ।
পরে বালাগঞ্জ উপজেলা পরিষদ প্রাংগনে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর।