বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ ইউনিয়নের জি আর এর বরাদ্দকৃত ৪ মেঃ টন চাউল থেকে ১০ কেজি করে ৪০০জন লোকের মধ্যে ৬ এপ্রিল সোমবার ১, ৩, ৪, ৮, ৯ নং ওয়ার্ডের গ্রামে গ্রামে গিয়ে চাউল বিতরণ করা হয় ৬ এপ্রিল সোমবার।
বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম জানান চেষ্টা করেছি সামাজিক দুরত্ব বজায় রেখে চালগুলো বিতরনের আজ মঙ্গলবার বাকী ওয়ার্ড গুলোর গ্রামে গ্রামে গিয়ে বিতরণ করা হবে।
তিনি আরও জানান আমার ইউনিয়নের সব অসহায় মানুষদের আশ্বস্ত করতে চাই পর্যায় ক্রমে আপনাদের সবাইকে দেওয়ায় হবে ইনশাআল্লাহ।
চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন চেযারম্যান মোঃ আব্দুল মুনিম, ট্যাগ অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, ওয়ার্ডগুলোর
সদস্য, স্বেচ্ছাসেবক বৃন্দ ও ইউনিয়নের গ্রাম পুলিশ।