বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমজীবি লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী ঘরে ঘরে গিযে পৌছে দিচ্ছেন ইউএনও দেবাংশু কুমার সিংহ গত ২৯ মার্চ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন তৈল, ২ কেজি ডাল করে প্রতিটি শ্রমজীবি পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেন।
এসময তিনির সাথে ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রীতি ভুষন দাস,ইউপি সদস্য আফজাল আহমদ আব্দাল, অফিস সহকারী মক্তদির আলী। ইউএনও দেবাংশু কুমার সিংহ জানান এটা ধারাবাহিকতা অব্যাহত থাকবে।