শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন


বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ১১০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ১১০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন


শেয়ার বোতাম এখানে

বালাগঞ্জ প্রতিনিধি:

বালাগঞ্জ উপজেলার আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সৌদি প্রবাসী বিশিষ্ট সমাজসেবী আব্দুল আজিজ মাসুক এর অর্থায়নে ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১১০ টি অসহায় দিনমজুর, শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার সকালে বালাগঞ্জ এম.এ খান অডিটোরিয়াম প্রাঙ্গনে ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর।

ত্রান বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এম এ মতিন, মো. জুনেদ মিয়া, আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশন এর কর্মকর্তা ও তিনির ভাই আব্দুল আহাদ।

এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, সহ সভাপতি হুসাইন আহমদ , সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক এম. সাইফুর রহমান তালুকদার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কাদির, অর্থ সম্পাদক এস এম হেলাল, সদস্য এস এ রায়হান, তারেক আহমদ, আবুল কাশেম অফিক, লিটন দাস লিকন।

সাংবাদিক জাহেদ মিয়া, জাগির হোসেন, গিলমান তালুকদার,বালাগঞ্জ বৈশাখী ক্রীড়া উন্নয়ন ও সমাজ কল্যান সংস্থার সাধারন সম্পাদক প্রদীপ দাস, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমির আলী, যুবলীগ নেতা আজিজুল বাশির, প্রমুখ।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল,১ লিটার সয়াবিন তৈল, ২ কেজি আলু, ১কেজি পিয়াজ,১ কেজি লবন,১ টি লাইফবয় সাবান।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin