বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে জীবানুনাশক কীটনাশক ও সচেতন মুলক লিফলেট বিতরন করেন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম এসময় তার সাথে স্বেচ্ছাসেবকদের নিয়ে।
৩১ মার্চ যে সমস্ত গ্রামে ও ওয়ার্ডে স্পে করা হয় ৬নং ওয়ার্ড কাশিপুর, জগৎপুর, ৫নং ওয়ার্ড গৌরীনাথপুর, ১নং ওয়ার্ড কাজীপুর, ক্ষুদলতিব পুর,২নং ওয়ার্ড মজলিশপুর,মসজিদ সহ এতিম খানায় স্পে করা হয়।
এসময় সাথে ছিলেন তরুন সমাজকর্মী সাইফুল আহমেদ শেফুল, স্বেচ্ছাসেবক দের মধ্যে ছিলেন জাহাঙ্গীর আলম বিজয়, জাহেদ আহমদ, রুমান আহমদ,রাজু আহমদ, রাসেল আহমদ, খাইরুল ইসলাম সাকিব, কিবরিয়া আহমদ, আঞ্জব আলী, কবির মিয়া, বদরুল ইসলাম মাহি, আলামিন তালুকদার, এমদাদ আহমেদ,সাইদুল আহমদ,তারেক আহমদ প্রমুখ।
এব্যপারে ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম বলেন, সচেতনতার বিকল্প নেই। ইউনিয়নের সর্বজনসাধারনকে সরকারি আইন মেনে চলার আহবান জানান