বালাগঞ্জ প্রতিনিধি:
করোনা ভাইরাস মোকাবেলায় হাসামপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যেগে, মরনব্যাধী করোনার জীবানু নাশক স্প্রে করা হয়। গ্রামগুলো হল হাসামপুর, হোসেনপুর, বাবরকপুর, মনোহরপুর বাজার, কালিগঞ্জ বাজার চর ভট্রপাতন একংশে গ্রামে প্রতেক বাড়িতে বাড়িতে দেয়া হয় ও প্রত্যকটি মসজিদে সাবান সবানের স্ট্রে, সেভলন দেয়া হয়।
নিজেদর মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে সেচ্ছা শ্রমের মাধ্যমে এ কাজ বাস্তবায়ন করেন তরুন সমাজ কর্মী মুনসুর আহমেদ, এমদাদ আহমেদ, আকবর আহমেদ, আবু খেয়ের, সিজু মিয়া, সিজান আহমেদ, কামরান খাঁন, পারভেছ মিয়া, মাহিম আহমেদ, মারুফ আহমেদ, পিপলু আহমেদ, আলিদ আহমেদ, মাহফুজ আহমেদ, রিপন মিয়া সহ আর অনেকে।
এছাড়া অনেক স্থানে সচেতন মুলক বিলবোর্ড বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়।