সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন


বাহুবলে গাড়িচালক হত্যা : মূল পরিকল্পনাকারী রিমান্ডে

বাহুবলে গাড়িচালক হত্যা : মূল পরিকল্পনাকারী রিমান্ডে


শেয়ার বোতাম এখানে

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে গাড়িচালক মোশাররফ হোসেন হত্যার মূল পরিকল্পনাকারী শামীম ফকিরের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার (২৬ মে) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান উদ্দিন প্রধান রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও হবিগঞ্জ পিবিআই’র পরিদর্শক মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, রোববার দুপুরে পলাতক আসামি সোহেলের সন্ধান এবং মামলার রহস্য উদঘাটনে আদালতে শামীম ফকিরের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এরপর বিচারক শামীমের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার (২৬ মে) বিকেলে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে মো. শামীম ফকিরকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাতে বরিশালের উজিরপুর এলাকা থেকে সালাউদ্দিন মীর মিলনকেও আটক করে পিবিআই। পরদিন সালাউদ্দিন মীর মিলন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন।

শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin