সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন


বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হলেন সিলেটের মেয়র আরিফুল

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হলেন সিলেটের মেয়র আরিফুল


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ শনিবার দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আরিফুল হক চৌধুরীসহ তিনজন বিএনপি নেতা চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কমিটিতে পদোন্নতি পেয়েছেন। এ ছাড়া আরও পাঁচজন নেতা কমিটিতে বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন। এর বাইরে আরও দুজন নেতা ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সিলেট বিএনপির একাধিক নেতা-কর্মী বলেন, গত দুবার বিএনপির মনোনয়নে টানা মেয়র নির্বাচিত হয়েছিলেন আরিফুল হক চৌধুরী। এরপর তিনি উন্নয়নকাজ করে সিলেটে আলোচিত হন। তবে জয় পাওয়ার মতো অবস্থানে থেকেও গত ২১ জুন অনুষ্ঠিত সিটি নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাঁর এ ত্যাগের জন্য দলে যথাযথ মর্যাদা পাবেন বলে তৃণমূলে তখন থেকেই গুঞ্জন ছিল।

এ বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, ‘দল আমাকে মূল্যায়ন করেছে। এর প্রতিদান নিশ্চয়ই কাজকর্মে আমি দেব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বর্তমানে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আমাদের আন্দোলন চলছে। এ আন্দোলনকে বেগবান করে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরব না। এটাই আমাদের এখন একমাত্র লক্ষ্য।’


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin