সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন


বিতর্ক ভুলে ছন্দে ফিরেছেন রিয়াবিতর্ক ভুলে ছন্দে ফিরেছেন রিয়া

বিতর্ক ভুলে ছন্দে ফিরেছেন রিয়াবিতর্ক ভুলে ছন্দে ফিরেছেন রিয়া

অভিনেত্রী রিয়া চক্রবর্তী

শেয়ার বোতাম এখানে

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর বিভিন্ন কারণে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সে এক ভয়াবহ মুহূর্ত কাটিয়েছেন অভিনেত্রী। তবে পুরনো সব বিতর্ক ভুলে নিজের ছন্দে ফিরেছেন রিয়া। গত সিজনের মতো এবারও রোডিজের সিজন ২০-তে দেখা যাবে তাকে। যুব-সমাজের কাছে এই রিয়্যালিটি শো এক অন্য মাত্রা রাখে।

এই রিয়্যালিটি শোয়ের গ্যাং লিডার হিসাবে যোগ দিচ্ছেন রিয়া। আগের সিজনেও ছিলেন তিনি। তার গ্যাং থেকেই ভাশু সে বার বিজয়ী হয়েছিলেন। অর্থাত্‍ রিয়া যে ফেলে দেওয়ার মতো লিডার নন সেই প্রমাণ পাওয়া গিয়েছিল আগের বার। তাই এবারও তাকে লিডার হিসাবে পাওযার অপেক্ষায় সবাই।

উল্লেখ্য,কয়েক দিন আগেই বিতর্কে জড়িয়েছিল রিয়ার নাম। জালিয়াতির অভিযোগে তাকে সমন পাঠায় দিল্লি পুলিশ। একটি অ্যাপ থেকে মূলত সমস্যার শুরু। গ্রাহকেরা সেই অ্যাপ ব্যবহার করে মোট ৫০০ কোটি টাকা খুইয়েছেন বলে অভিযোগ। কিন্তু প্রশ্ন হল অ্যাপের সঙ্গে জালিয়াতির সঙ্গে রিয়ার কী সম্পর্ক?

আসলে উল্লেখিত সেই অ্যাপের মুখ হলেন রিয়া। সেই অ্যাপের হয়ে তিনি প্রচারও করেছেন। অর্থ বিনিয়োগ সংক্রান্ত সেই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা। এই অভিযোগেই রিয়াকে তলব করেছে দিল্লি পুলিশ। নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েক বছরে কম কাটাছেঁড়া হয়নি। কিন্তু তার পরেও তার জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর হাজতবাসও করতে হয়েছিল নায়িকাকে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin