তুলোর মতো খন্ড খন্ড সাদা মেঘের পায়রা
আকাশের চিলেকোঠায় চাপ চাপ হাসে না
বৃষ্টির শীতল ত্বক,
গিলে খেলো শরতের রূপ
পাখিদের পাখার উপর ভর করলো
ঝড়ের করবী
নরম জলে মিশে গেলো – কুচি কুচি
মেঘের থাম।
আকাশের সাদা গুচ্ছ মেঘের
ঘন পল্লব ছিঁড়ে
ঝাঁক বাঁধানো শাড়ি খুলে
চোখের পলকে মিশে গিয়ে-
টুক করে নেমে পড়লো –
নীলিমার চাদর থেকে মৃত্তিকা গহ্বরে
টুকরো টুকরো হয়ে স্নান করে বৃষ্টি ঝর্ণায়
কুমারীর শূন্য শিশিতে হাসে বিনোদিনী সুখ।।